১৯৬০ সন থেকে এই বিদ্যালয়ে শিক্ষা কার্যক্রম শুরু হয়েছে ছাত্রছাত্রীদের শিক্ষা বা জ্ঞানের আলো প্রদানের জন্য যা আজ ও চলে আসছে এই বিদ্যালয়ে।
এই শিক্ষা প্রতিষ্ঠানটি ১৯৬০ সনে প্রতিষ্ঠিত হয় চান্দাই গ্রামে এবং ১৯৬০ সনে এই স্কুলটি প্রথম শিক্ষা কার্যক্রম শুরু হয়। যা আজ ও চলে আসছে অত্র এলাকার ছাত্রছাত্রীদের জ্ঞানের আলো প্রদানের লক্ষে।
শিশু শ্রেনী=৩০ জন, ১ম শ্রেনী=৭০জন, ২য় শ্রেণী=৫০ জন, ৩য় শ্রেণী=৬১ জন, ৪র্থ শ্রেণী=৫৫, ৫ম শ্রেণী=৪৮ জন।
বর্তমান পরিচালনা কমিটির সভাপতি, জনাব আবুল মনসুর সাহেব।
খুবই ভাল।
বর্তমানে ১২৬ জন শিক্ষারর্থী উপবৃত্তি পাচ্ছে।
ভবিষৎ পরিকল্পনা হলো আমাদের শিক্ষার মান বজায় রেখে অত্র বিদ্যালয়ে ছাত্রছাত্রীদের সঠিক শিক্ষা প্রদান করে সুশিক্ষায় শিক্ষিত করা।
যোগাযোগ ব্যবস্থা ভালো হেটে বা গাড়ি যোগে খুবই তারা তারি বিদ্যালয়ে যাওয়া যায়।
মেধাবী ছাত্র ছাত্রী হার এই স্কুলে অনেকআংশে বেশি আছে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস