Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

এক নজরে বরইকান্দি

এক নজরে বরইকান্দি ইউনিয়ন

 

 কালের স্বাক্ষী হয়ে দাড়িয়ে আছে দক্ষিণ সুরমা উপজেলার মধ্যে ২১টি গ্রামের সমন্বয়ে বরইকান্দি ইউনিয়ন পরিষদ। শিক্ষা, সংস্কৃতি, ধর্মীয় অনুষ্ঠান পালন ও খেলাধুলা নিয়ে তার আপন গতিতে চলমান।

ক) নাম-২নং বরইকান্দি ইউনিয়নপরিষদ

খ) আয়তন-  ৯.৮৭ বর্গ কি:মি:

গ) লোকসংখ্যা: ৩১,২৪৯জন।

ঘ) গ্রামের সংখ্যা: ২১টি।

ঙ) মৌজার সংখ্যা:   ০৩ টি।

চ) হাট/বাজারের সংখ্যা- নাই।

ছ) উপজেলা থেকে যোগাযোগের ব্যবস্থা-

জ)  শিক্ষার হার: ৯৫%

ঝ) সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা- ০৫টি।

ঞ) বে-সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা- ০৩ টি।

ট) উচ্চ বিদ্যালয়- নাই।

ঠ) মাদ্রাসা- ০৫  টি।

ড) মহিলা মাদ্রাসা- নাই।

ঢ) দায়িত্বরত চেয়ারম্যান-হাজী হাবিব হোসেন।

ন) গুরুত্বপূর্ন ধর্মীয় স্থানঃ ক)মসজিদ-২৬টি, খ) কবরস্থান-১১০টি, গ) মন্দির-০৫টি।

ত) ঐতিহাসিক পর্যটন স্থান-নাই।

থ) ইউপি স্থাপিত কাল: সাল ১৯৬৩ ইং।

দ) নবগঠিত পরিষদের বিবরণ:

                        শপথ গ্রহনের তারিখ: ২০/০৯/২০১১ ইং।

                        প্রথম সভার তারিখ:২৭/০৯/২০১১ ইং।

                        মেয়াদ উত্তীর্নের তারিখ:২৭/০৯/২০১৬ ইং।

 

ন)ইউনিয়ন পরিষদের জনবলঃ-

                        নির্বাচিত পরিষদ সদস্য: ১৩জন

                        ইউনিয়ন পরিষদ সচিব: ১জন

                        ইউনিয় গ্রাম পুলিশ   :

প) মোট জমিঃ- ৯৮৮ হেক্টর।

ফ) কৃষি জমিঃ- ৮০০ হেক্টর।

ব) অকৃষিঃ- ৮০ হেক্টর।

ভ) বন ভূমিঃ-১.৫০ হেক্টর।

ম) নার্সারীঃ- ০৩ টি।

য) নদীঃ- ০১টি।

র) পশিক্ষণ কেন্দ্রঃ- ০৪ টি।

ল) নলকূপঃ- সরকারী-৩৯০টি, বেসরকারী-৭২০ টি।

শ) স্যানিটেশনঃ-১০০%।

ষ) পুকুরঃ-২৮১ টি।

স) মৎস্য খামারঃ- ০৪ টি।

হ) মৎস্য চাষীঃ- ১৭০ টি।